নারীর অধিকার রক্ষায় আন্দোলনের বিকল্প নেই: মালেকা বেগম

কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মানবীবিদ্যা চর্চা কেন্দ্র আয়োজিত একক বক্তৃতায় লেখক ও অধ্যাপক মালেকা বেগম। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মানবীবিদ্যা চর্চা কেন্দ্র আয়োজিত একক বক্তৃতায় লেখক ও অধ্যাপক মালেকা বেগম। ছবি: ভাস্কর মুখার্জি

নারীর অধিকার রক্ষায় নারী আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানিয়েছেন লেখক ও অধ্যাপক মালেকা বেগম। তিনি বলেন, সেকাল থেকে একাল পর্যন্ত সব সময়ই দেখা গেছে, নারীর অধিকার রক্ষায় আন্দোলনের বিকল্প নেই।

কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মানবীবিদ্যা চর্চা কেন্দ্র আয়োজিত একক বক্তৃতায় গতকাল শুক্রবার এ কথা বলেন মালেকা বেগম। বিষয়বস্তু ছিল, ‘নারী আন্দোলনের সেকাল-একাল: আন্তর্জাতিক প্রেক্ষাপট’। বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মানবীবিদ্যাচর্চা কেন্দ্রের পরিচালক ঐশিকা চক্রবর্তী।

একক বক্তৃতায় ঢাকার সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির অধ্যাপক মালেকা বেগম স্মৃতির পাতা থেকে তুলে আনেন সেকাল আর একালের নারী আন্দোলনের খণ্ডচিত্র এবং নারীদের বিভিন্ন অবদানের কথা। বক্তৃতায় গুরুত্ব পায় বাংলাদেশের ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং অবিভক্ত ভারত থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন আন্দোলন–সংগ্রামে নারীদের অবদানের কথা। নারী জাগরণে বেগম রোকেয়া, লীলা নাগ, কবি সুফিয়া কামাল, সন্‌জীদা খাতুনসহ বেশ কয়েকজনের অনন্য অবদানের কথা তুলে ধরেন এই গবেষক।

ঢাকার সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির অধ্যাপক মালেকা বেগমের হাতে একটি চিত্রকর্ম তুলে দেওয়া হচ্ছে। ছবি: ভাস্কর মুখার্জি

মালেকা বেগম মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতিত আর ধর্ষণের শিকার হওয়া নারীদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন। সাম্প্রতিক সময়ে মাদ্রাসাছাত্রী নুসরাতকে গায়ে আগুন লাগিয়ে হত্যার পর নারী ও মানবাধিকার সংগঠনের আন্দোলন এবং গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, এই হত্যার বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে আন্দোলন হওয়ায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হয়েছে।

বক্তৃতার পর উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মালেকা বেগম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দেবশ্রী সরকার ও ঋতুপর্ণা একটি চিত্রকর্ম এবং মানবীচর্চা বিভাগ থেকে প্রকাশিত নিউজ লেটার তুলে দেন বক্তার হাতে।