নারীকে নির্যাতনের ভিডিও সরাতে নির্দেশনা চাইলেন আইনজীবী

হাইকোর্ট
ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণে বিটিআরসিকে নির্দেশনা দেওয়ার জন্য হাইকোর্টে আরজি জানিয়েছেন এক আইনজীবী।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. মহি উদ্দিন শামীম সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে আজ সোমবার ওই আইনজীবী এই আরজি জানান।

আরজির পরিপ্রেক্ষিতে ওই আইনজীবীকে এ বিষয়ে লিখিত আবেদন দিতে বলেছেন আদালত।

পরে আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা ওই ভিডিও অপসারণের জন্য নির্দেশনার আরজি জানানো হলে আদালত লিখিত আবেদন দিতে বলেছেন।

মো. আবদুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে আদালত দুপুরের পর শুনানির জন্য সময় রেখেছেন।

গত সেপ্টেম্বর মাসের শুরুর দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৭) বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এ ঘটনার ভিডিও চিত্র ধারণা করে। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি বাদলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া বাকি তিনজন হলেন দেলোয়ার, রহমত উল্লাহ ও আবদুর রহিম।

থানা সূত্র জানায়, নির্যাতনের শিকার ওই নারী গতকাল রোববার দিবাগত রাতে বেগমগঞ্জ থানায় দুটি মামলা করেন। একটি মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে, অন্যটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে।

দুই মামলাতেই ৯ জনকে আসামি করা হয়েছে।