নারায়ণগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদকে হুমকি দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিকেরা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন।গত বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে স্থানীয় সাংসদ নাসিম ওসমান প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদকে দেখে নেওয়ার হুমকি দেন। এর প্রতিবাদে সাংবাদিকেরা গতকাল ওই কর্মসূচি পালন করেন।নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি সালাম জোবায়ের, সাবেক সভাপতি রুমন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।প্রতিবাদ সমাবেশে নাসিম ওসমানকে উদ্দেশ করে আইভী আরও বলেন, ‘কিছুদিন আগে একটি সভা থেকে আপনি নারায়ণগঞ্জের ছয় সাংবাদিককে উদ্দেশ করে বলেছিলেন, তাঁরা নাকি জামায়াত-শিবিরের হিট লিস্টে আছেন। প্রেসক্লাবের সভাপতিকে হুমকি দিয়ে আপনারা প্রমাণ করলেন সাংবাদিকেরা জামায়াতের নয় বরং আপনাদের হিট লিস্টে রয়েছে।’নাসিম ওসমানকে উদ্দেশ করে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম বলেন, ‘আপনি বলেছেন, তোরা মাত্র ৩০-৩৫ জন। কিন্তু ৩০-৩৫ জন সাংবাদিক ঐক্যবদ্ধ থাকলে একটি দেশে বিপ্লব ঘটানো সম্ভব। তাই সাংবাদিকদের খোঁচাখুঁচি করবেন না। এর পরিণাম ভালো হবে না।’জাতীয় কবিতা পরিষদের নিন্দা: কবি হালিম আজাদকে হুমকির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবিতা পরিষদ। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান কবিতা পরিষদের সভাপতি হাবীবুল্লা সিরাজী ও সাধারণ সম্পাদক আসলাম সানী।