পরকীয়ার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে পৌর শহরের চাঁচকৈড় বাজারের প্রধান সড়কে ওই কর্মসূচি পালন করা হয়।
স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা ওই কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে পরকীয়ার ক্ষতিকারক দিক তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। বক্তারা বলেন, সামাজিক অবক্ষয় থেকে পরকীয় ছড়িয়ে পড়ছে পরিবার, সমাজ ও দেশে। এতে পারিবারিক অসন্তোষ বাড়ছে। ভাঙছে সংসার। নষ্ট হচ্ছে পারিবারিক সম্মান। অনেক ক্ষেত্রে খুনের ঘটনাও ঘটছে। এখন থেকে সচেতনতা না বাড়ালে সম্প্রীতি নষ্ট হবে বেশির ভাগ পরিবারে। দায়িত্ববোধ থেকেই তাঁরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান।