পাবনার সাঁথিয়া উপজেলায় ইছামতী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হচ্ছে পাবনার সাঁথিয়া পৌর এলাকার বোয়াইলমারী মহল্লার আশিকুর রহমানের মেয়ে মাইশা খাতুন (৮) ও রেজাউল ইসলামের মেয়ে তাইয়েবা খাতুন (৭)। তারা পরস্পর মামাতো-ফুফাতো বোন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ বেলা দুইটার দিকে মাইশা ও তাইয়েবা তাদের বাড়ির কাছে ইছামতী নদীতে গোসল করতে যায়। এ সময় তাদের একজন পানিতে তলিয়ে যেতে থাকলে অপরজন উদ্ধার করতে যায়। কিন্তু একপর্যায়ে দুজনই নদীতে তলিয়ে যায়। লোকজন বিষয়টি টের পাওয়ার পর তাদের পানিতে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনেরা তাদের পানি থেকে উদ্ধার করে দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ইছামতী নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।