নটরডেম কলেজের '৯২ ব্যাচের ইফতার

নটরডেম কলেজের ‘৯২ ব্যাজের ছাত্রদের ইফতার আজ শনিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত
নটরডেম কলেজের ‘৯২ ব্যাজের ছাত্রদের ইফতার আজ শনিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

নটরডেম কলেজের ১৯৯২ সালের সাবেক ছাত্রদের ইফতার আজ শনিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ঢাকার নটরডেম কলেজের ১৯৯২ সালের ব্যাচের ছাত্রদের ইফতার অনুষ্ঠানে প্রায় পৌনে তিন’শ সাবেক ছাত্র এক হয়েছিলেন।

ইফতার অনুষ্ঠান হলেও বিকেল তিনটার পর থেকেই কলেজে জড়ো হতে থাকেন, স্মৃতিবিজড়িত কলেজে। নটরডেম কলেজের ওই ব্যাজের সাবেক ছাত্রদের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সরকারি কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা, ব্যাংকার, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী জড়ো হন ক্যাম্পাসে।

নটরডেম কলেজের ‘৯২ ব্যাজের ছাত্রদের ইফতার আজ শনিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

মার্টিন হলে ইফতারে নটরডেম কলেজের প্রিন্সিপাল ফাদার হেমন্ত পিউস রোজারিও ও সাবেক প্রিন্সিপাল ফাদার জোসেফ পিসতো উপস্থিত ছিলেন।