বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে নজরুল শিক্ষালয়ের সুবর্ণজয়ন্তী। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দিনব্যাপী এই অনুষ্ঠান হয়। এতে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
নজরুল শিক্ষালয়ের এই সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রয়াত হোসনে আরজুসহ অন্যান্য প্রয়াত শিক্ষকদের উৎসর্গ করা হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অংশ নেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীরা স্মৃতিচারণা করেন।
আয়োজনের অংশ হিসেবে সাবেক শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়। এতে ‘জলের গান’ এর পাশাপাশি প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
রাজধানীর মগবাজারে নজরুল শিক্ষালয় অবস্থিত। ৫০ বছর ধরে প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। বিজ্ঞপ্তি