নওগাঁয় প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তিনি জেলার রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স। রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় ওই নার্সের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
ওই নার্সের করোনা শনাক্ত হওয়ায় তাঁর সংস্পর্শে আসা চিকিৎসক, নার্স ও অনান্য স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তিনি অন্য যেসব মানুষের সংস্পর্শে গিয়েছিলেন তা যাচাই করার কাজ করছে স্বাস্থ্য বিভাগ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ওই নার্সের বয়স ২৫ বছর। তাঁর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় গত মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ তাঁর নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠায়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইমেইলে তাঁর নমুনা প্রতিবেদন আসে। পরীক্ষায় ওই নার্সের করোনা 'পজিটিভ' ধরা পড়ে।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান বলেন, একজন নার্সের করোনাভাইরাসে আক্রান্ত নিশ্চিত হওয়ার পর পরেই বিষয়টি রাণীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মেডিকেল টিমকে বিষয়টি জানানো হয়েছে। ইতিমধ্যে ওই নার্সের সংস্পর্শে আসা অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তিনি অন্য যেসব মানুষের সংস্পর্শে গিয়েছিলেন তা যাচাই করার কাজ চলছে।
সিভিল সার্জন আরও বলেন, ওই নার্স হাসপাতালে ওয়ার্ডে ডিউটির পাশাপাশি টিকাদান কর্নারেও দায়িত্ব পালন করতেন। ধারণা করা হচ্ছে ডিউটিতে থাকার সময় করোনা আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে আসার ফলে তিনি আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত কোন ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে। বিষয়টি বেশ উদ্বেগজনক।