পীরগঞ্জে শেখ হাসিনা

ধানের শীষওয়ালাদের গায়ে মানুষ পোড়া গন্ধ, সাবধান

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

আরও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য তাঁর দলকে পুনর্নির্বাচিত করতে তরুণ, বয়োবৃদ্ধ, মা-বোনসহ সবার কাছে ভোট চাইলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘পেট্রল ঢেলে মানুষকে আগুন দিয়ে যারা পোড়ায়, তারা মানুষ নয়, দানব। ওই ধানের শীষওয়ালাদের গায়ে মানুষ পোড়া গন্ধ, তাদের থেকে সাবধান থাকবেন।’

আজ রোববার বিকেলে পীরগঞ্জ হাইস্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘তারুণ্যের কাছে ভোট চাই, আমাদের যাঁরা মা-বোনেরা আছেন, তাঁদের কাছে ভোট চাই, আমাদের যাঁরা বয়োবৃদ্ধ আছেন সবার কাছেই ভোট চাই। আপনারা ভোট দিন, আমরা উন্নয়ন দেব, সমৃদ্ধি দেব, সুন্দর জীবন দেব, উন্নত জীবন দেব।’

শেখ হাসিনা ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমি বিশ্বাস করি নৌকার পালে হাওয়া লেগেছে, নৌকার বিজয় হবে।’ তিনি ধানের শীষের সমর্থকদের উদ্দেশে বলেন, বিএনপি-জামায়াত জোটের মধ্যে যারা জামায়াত, ৭১ সালে তারা ছিল যুদ্ধাপরাধী। তারা এ দেশে গণহত্যা চালিয়েছে, মা-বোনের ইজ্জত লুটেছে, তারা এ দেশের মানুষকে খুন করেছে। আগুন দিয়ে পুড়িয়েছে। বিএনপি এই মিঠাপুকুর থেকে শুরু করে একেবারে সাদুল্যাপুর গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী পুরো এলাকায় বাসে আগুন দিয়ে বাস পুড়িয়েছে। ট্রাকে আগুন দিয়েছে, রাস্তাঘাট কেটেছে, গাছ কেটেছে।

শেখ হাসিনা ভোটারদের উদ্দেশে বলেন, ‘আপনারা একবার চিন্তা করেন, সিএনজি, লঞ্চ, বাস, প্রাইভেট কারে পেট্রল ঢেলে মানুষকে আগুন দিয়ে যারা পোড়ায়, তারা মানুষ নয়, দানব। ওদের কোনো স্থান এই বাংলার মাটিতে হবে না। কাজেই ওই ধানের শীষওয়ালাদের গায়ে মানুষ পোড়া গন্ধ, তাদের থেকে সাবধান থাকবেন।’

প্রধানমন্ত্রী পীরগঞ্জে এসেই প্রথমে তাঁর স্বামী দেশের প্রখ্যাত পরমাণুবিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন। এর আগে দুপুরে তিনি তারাগঞ্জে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পীরগঞ্জ থেকে নৌকার প্রার্থী জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীও পীরগঞ্জের সমাবেশে বক্তব্য দেন এবং শেখ হাসিনা রংপুরে তাঁর দল এবং মহাজোটের প্রার্থীদেরও সভায় সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

একসময়ের অবহেলিত এবং মঙ্গাপীড়িত রংপুরের উন্নয়ন আওয়ামী লীগ সরকারে আসার পরই হয়েছে, উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারলে দেশের উন্নয়ন প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নের পাশাপাশি চলমান উন্নয়নের ধারাকে আরও অনেক দূর নিয়ে যেতে সক্ষম হবেন।

প্রধানমন্ত্রী শিরীন শারমিন চৌধুরীকে তাঁর নিজের মেয়ে আখ্যায়িত করে বলেন, ‘আপনারা তাকে নির্বাচিত করতে পারলে এবং আমরা ক্ষমতায় আসতে পারলে তাকে আবার জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত করতে পারব। কাজেই আমি দোয়া করি তাকে আপনারা নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’ তিনি এ সময় উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডলের আওয়ামী লীগে যোগদানকে স্বাগত জানিয়ে পীরগঞ্জের উন্নয়নে একটি মাস্টার প্ল্যান প্রণয়নের জন্য তাঁকে বলেছেন বলেও জানান।

পীরগঞ্জের উন্নয়নের তাঁর সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সেতু করে দিয়েছি। রাস্তা করে দিয়েছি। আজকে আমাদের করা সেতু দিয়ে আমি চলে যাব দিনাজপুরে। এত সহজে আগে দিনাজপুরে পৌঁছানো যেত না।’ পীরগঞ্জে শতভাগ বিদ্যুতায়নের প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আজকে সারা পীরগঞ্জে শতভাগ বিদ্যুৎ দিয়ে দিয়েছি। প্রত্যেক ঘরে আজকে বিদ্যুতের আলো জ্বলছে। এ জন্য প্রত্যেকটি ছেলেমেয়ের আজকে কাজ করার সুযোগ হয়েছে।’ তিনি এ সময় ২০২১ সাল নাগাদ দেশকে শতভাগ বিদ্যুতায়নে তাঁর সরকারের পরিকল্পনার কথাও এ সময় উল্লেখ করেন। তিনি রংপুরে রেলযোগাযোগ স্থাপন, বঙ্গবন্ধু ও তিস্তা সেতু নির্মাণ এবং ঢাকা-রংপুর চার লেনের হাইওয়ে নির্মাণে তাঁর সরকারের উদ্যোগ তুলে ধরে বলেন, ‘আপনারা শুধু একটা জিনিসই চিন্তা করবেন, ১০ বছর আগেও এই এলাকা কোথায় ছিল আর আজকে কোথায় এসেছে।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা ডিজিটাল সেন্টার করে দিয়েছি। ছেলেমেয়েরা সেখানে বসে কাজ করে অর্থ উপার্জন করতে পারে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করে বাংলাদেশ মহাকাশ জয় করেছে।’ এই স্যাটেলাইট নির্মাণে তাঁর ছেলে এবং তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরাট অবদান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শেখ হাসিনা আগামীর নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে বলেন, ‘শুধু আপনাদের কাছে এটাই চাই, এই নির্বাচনে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দেবেন এবং আপনাদের এই পীরগঞ্জেও আমাকেই ভোট দেবেন, শুধু ব্যালটে নামটা শিরীন শারমিন চৌধুরীর থাকবে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আজকে তাদের নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়ে জেলে। আর তার ছেলে তারেক টাকা পাচার করেছে, ১০ ট্রাক অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত, ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করে আইভি রহমানসহ ২২ জনকে হত্যার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এরা দেশের কী উন্নয়ন করবে? এরা দেশের কী কল্যাণ করবে? কাজেই এদের থেকে দেশবাসীকে সাবধান হতে হবে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ এদেশে স্বাধীনতা এনে দিয়েছে। জাতির পিতার হাতে গড়া সংগঠন তাই আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের উন্নতি হয়, তা গত ১০ বছরে আপনারা দেখেছেন। আমরা তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব’, যোগ করেন শেখ হাসিনা।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রাঙ্গার সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং আহমেদ হোসেন, পীরগঞ্জ উপজেলার চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল এবং অভিনেতা ফেরদৌস, পূর্ণিমা ও তারিন সমাবেশে বক্তব্য দেন।