দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সামাজিক আন্দোলনের উদ্যোক্তা রফিউর রাব্বির ছেলে তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ১৮ জন বুদ্ধিজীবী। গতকাল বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তাঁরা এই দাবি জানান।বিবৃতিদাতারা হলেন অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সন্জীদা খাতুন, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সৈয়দ আবুল মকসুদ, কামাল লোহানী, রামেন্দু মজুমদার, সেলিনা হোসেন, যতীন সরকার, বেলাল চৌধুরী, শাহদীন মালিক, আলী যাকের, মহাদেব সাহা, আসাদ চৌধুরী, নাসির উদ্দীন ইউসুফ, সারওয়ার আলী, মফিদুল হক ও আবুল মোমেন। বিবৃতিতে তাঁরা বলেন, মেধাবী, বিনয়ী ও স্বল্পভাষী তানভীরের কোনো শত্রু ছিল না। কিন্তু তানভীরের বাবা রফিউর রাব্বি বাসভাড়া বৃদ্ধি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছিলেন। যে কারণে রফিউর রাব্বির প্রতিপক্ষও ছিল। কিন্তু এর শিকার কোনোভাবেই নিরপরাধ ছেলে হতে পারে না। মাথা থেকে ধরতে হবে: তানভীর হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের মাথা থেকে ধরতে হবে, পা থেকে নয়। নিচের সারি থেকে ধরে, ওপরের লোকজনকে ধরাছোঁয়ার বাইরে রাখলে তা মেনে নেওয়া হবে না। নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বিকেলে জেলা খেলাঘর আয়োজিত শিশু অবস্থান কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তী এতে সভাপতিত্ব করেন।