আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড শেষে ঢাকা ফিরেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার বিকেলে ফিরে আসা দলটির এবারের অর্জন একটি ব্রোঞ্জপদক ও চারটি সম্মানজনক স্বীকৃতি।
যুক্তরাজ্যের বাথ শহরে ৬০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। মোট ৭৬ নম্বর পেয়ে এ বছর এই প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান ৬৭। গত বছর ওই প্রতিযোগিতায় দেশের প্রথম স্বর্ণপদক অর্জিত হয়েছিল, একই সঙ্গে ১১৪ নম্বর পেয়ে বাংলাদেশের দলীয় অবস্থান ছিল ৪১।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের এই ৬০তম আসরে ব্রোঞ্জপদকটি পেয়েছেন এস ও এস হারম্যান মেইনার কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আহসান আল মাহীর। তিনি বলেন, ‘মাত্র দুই নম্বরের জন্য রৌপ্যপদক পাইনি, এটা সারা জীবন মনে থাকবে। আগামী বছর যদি দলে সুযোগ পাই, তবে আরও ভালো করার চেষ্টা করব।’
দেশে ফিরে বাংলাদেশ গণিত দলের উপদলনেতা এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘এ বছর আমাদের দলটি তুলনামূলক নতুন। একজন ছাড়া বাকি সদস্যের এটাই প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ।’
ফলাফল নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে মুনির হাসান আরও বলেন, ‘আমরা আরও ভালো করতে পারতাম। চেষ্টা করব এ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে ভালো করার।’
উল্লেখ্য, ১৪ জুলাই আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে ছয় সদস্যের বাংলাদেশ দল ঢাকা ত্যাগ করেছিল।