যমজ দুই বোন রামিসা ও রাইসা আক্তার, বয়স ৯ বছর। দুজনই থ্যালাসেমিয়া রোগী।
যমজ দুই বোন রামিসা ও রাইসা আক্তার, বয়স ৯ বছর। দুজনই থ্যালাসেমিয়া রোগী।

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যমজ সন্তান, সাহায্যের আবেদন

রামিসা ও রাইসার জন্ম ২০১৫ সালে। পৃথিবীতে হেসেখেলে বড় হওয়ার সম্ভাবনা নিয়ে জন্ম হয়েছিল ফুটফুটে যমজ দুই বোনের। পরিবারের সবাই বেজায় খুশি। মিষ্টি মেয়ে দুটি সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

মর্জিনা বেগমের ব্যস্ত সময় কাটে দুই সন্তানের লালন–পালনে। কিন্তু তিনি লক্ষ্য করলেন, মেয়ে দুটি ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে পড়ছে, নিয়মিত খাবারেও অনীহা। জন্মের বছরখানেক পেরোতেই রক্তস্বল্পতার চিকিৎসা শুরু হয়। পরে ২০১৯ সালে দুজনেরই ধরা পড়ে থ্যালাসেমিয়া রোগ।

করোনা মহামারি শুরু হওয়ার পর বাড়ে আর্থিক অনটন, সঙ্গে যাতায়াতের অসুবিধা। ফলে মফস্বল থেকে চিকিৎসার জন্য দুই বছর ঢাকায় আসতে পারেনি পরিবারটি। নিয়মিত রক্ত না দেওয়ায় দুই মেয়ের শরীরে হিমোগ্লোবিন কমে ৩ গ্রামে নেমে আসে। মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে আসে ওরা।

রামিসা ও রাইসার মা মর্জিনা বেগম বলেন, ‘একটা মেয়ে অসুস্থ হলে হয়তো আমরা খরচটা কোনোরকম টানতে পারতাম। কিন্তু দুজনের চিকিৎসার খরচ বহন করা খুব কষ্টের। দিন দিন খরচ বাড়ছে, স্বামীর মুদিদোকান ছিল, সেটাও এখন বন্ধ। মেয়ে দুটোর পেট বড় হয়ে গেছে, কীভাবে ওদের চিকিৎসা চালাব?’

বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে এখন নিবন্ধিত রোগীর সংখ্যা ৫,৩৩৬ জন। প্রতিষ্ঠানটি ‘জাকাত ফান্ড’-এর মাধ্যমে বছরব্যাপী ১ হাজার ১৬৬ জন থ্যালাসেমিয়া রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দিয়ে আসছে। রোগীরা চিকিৎসার্থে আর্থিক সাহায্য পাওয়ায় প্রতিনিয়ত ফাউন্ডেশনে নতুন রোগীর সংখ্যা বাড়ছে। যাদের চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর অর্থের।

একসঙ্গে রক্ত নিচ্ছে দুই বোন।

এই পরিবারটির মতো হাজারো থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার ধারাবাহিকতা রক্ষা করতে প্রতিবছর জাকাত সংগ্রহ করছে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন।

তাই প্রিয় পাঠক, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ‘জাকাত ফান্ডে’ আপনি আপনার জাকাত দান করে অসহায় থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াতে পারেন।

১. ব্যাংক অ্যাকাউন্টের নাম: বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন (জাকাত ফান্ড)
অ্যাকাউন্ট নং: ১০৮১১০০০৩৭৭০৩, ডাচ বাংলা ব্যাংক, শান্তিনগর শাখা, ঢাকা।
অন্যান্য ব্যাংকে অ্যাকাউন্টের তালিকা দেখতে ভিজিট করুন: thals. org/banks

২. অনলাইনে ভিসা, মাস্টারকার্ড বা আমেরিকান এক্সপ্রেস কার্ডের মাধ্যমে দান করতে ভিজিট করুন: www. thals. org/zakat

৩. বিকাশ/নগদ/উপায় মার্চেন্ট নম্বর: ০১৭২৯২৮৪২৫৭
(মেন্যুর ‘পেমেন্ট’ অপশন ব্যবহার করে কাউন্টার নম্বরে ‘০’ দিন)
ফাউন্ডেশনের জাকাত ফান্ড সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: www. thals. org/zakat-for-life

দাতাগণ প্রতিষ্ঠানে গিয়েও থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার জন্য জাকাত দান করতে পারবেন। ঠিকানা: ৩০ চামেলিবাগ, শান্তিনগর, ঢাকা-১২১৭।
ফোন: ০২-৮৩৩২৪৮১,০১৭৫৫-৫৮৭৪৭৯