দুজনকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ

শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী
 ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে আজ রোববার এই নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সচিব (দায়িত্বপ্রাপ্ত) মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি জানানো হয়।

বর্তমানে একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল রয়েছেন। শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরীর নিয়োগের মধ্য দিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়াল তিনে।

গত বছরের ১১ অক্টোবর দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আমিন উদ্দিন। সেদিন সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগপত্র জমা দেন। এর তিন মাস পর আজ সুপ্রিম কোর্টের দুজন আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হলো। এর আগে গত বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।