বগুড়ার শেরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাফিক পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম হাফিজুল ইসলাম। তাঁর বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকানী ইউনিয়নের গোপাল রায় এলাকায় ।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে শহরের ট্রাফিক পুলিশ ফাঁড়ির সামনে চট্টগ্রাম থেকে রংপুরগামী রডবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কলাবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে তিনজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন হলেন দুই ট্রাকের চালক। আর একজন কলাবাহী ট্রাকের চালকের সহকারী।
হাইওয়ে পুলিশের কুন্দারহাট ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তিনজনের লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক দুটি পুলিশের হেফাজতে আছে।