কনটেন্ট টু কমার্স অ্যাফিলিয়েশন নিয়ে কাজ করবে দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ ও বিশ্বের সবচেয়ে বড় বাংলা ওয়েবসাইট প্রথম আলো ডটকম। গতকাল সোমবার প্রথম আলো কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা প্রস্তাব চূড়ান্ত হয়েছে। এর আওতায় দারাজের সহযোগিতায় প্রথম আলোর ওয়েবসাইটে লাইফস্টাইলের নানান কনটেন্টের সঙ্গে একই ঘরানার পণ্যের প্রদর্শন ও সাজেশনস আসবে।
সমঝোতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারাজের গ্রুপ সিইও এবং প্রতিষ্ঠাতা বিয়ার্কে মিকেলসেন, দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মোস্তাহিদল হক, চিফ মার্কেটিং অফিসার মো. তাজদিন হাসান এবং চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস। প্রথম আলোর পক্ষে ছিলেন সম্পাদক মতিউর রহমান, হেড অব অনলাইন শওকত হোসেন এবং হেড অব ডিজিটাল বিজনেস জাবেদ সুলতান পিয়াস।
প্রথম আলো দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক। প্রথম আলো অনলাইনের পাঠকদের বড় অংশই তরুণ। তাঁদের জন্যই মূলত এ নতুন ধরনের আয়োজন। প্রথম আলোর পাঠকেরা এ থেকে নতুন ধরনের কনটেন্ট অভিজ্ঞতা পাবেন। একই সঙ্গে দারাজের গ্রাহকেরাও তাঁদের নানান পণ্যের তথ্য জানাতে পারবেন প্রথম আলোয়।
অন্যদিকে দেশের সর্বাধিক জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ নিরলস সেবা প্রদানের মাধ্যমে ফ্যাশনসচেতন গ্রাহকদের সেবাদান করে যাচ্ছে। দারাজে ডিসপ্লেকৃত পণ্য সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি এসব পণ্য কীভাবে ফ্যাশন ও লাইফস্টাইলের নতুন ট্রেন্ড তৈরি করছে, সে সম্পর্কে জানতে আগ্রহীরা প্রথম আলোর ফ্যাশন ও লাইফস্টাইল ক্যাটাগরিতে চোখ রাখতে পারেন।