রাজধানী ঢাকা,মাদারীপুর, রাজবাড়ী ও কেরানীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সাতজন। গতকাল রোববার রাত পৌনে ১১টা থেকে আজ সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পৌনে ১৩ ঘণ্টায় সাতজন নিহত হয়েছে।
এর মধ্যে দুটি দুর্ঘটনায় স্কুলপড়ুয়া ভাই-বোন এবং শ্যালক-ভগ্নিপতির মৃত্যু হয়েছে। ট্রাকের ধাক্কা ও চাপা দেওয়ার কারণে দুর্ঘটনা চারটি ঘটে। এর মধ্যে মাত্র একজন ট্রাকচালক ও সহকারীকে আটক করতে পেরেছে পুলিশ। অন্যরা পলাতক।
মাদারীপুর: আজ সকালে মাদারীপুরের শিবচর উপজেলার পৌর এলাকার দাদাভাই তোরণের কাছে চালভর্তি ট্রাক উল্টে এক পথচারী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম মিলন হাওলাদার (৪৫)। তিনি বাঁশ ব্যবসায়ী ছিলেন। মিলন শিবচর পৌরসভার নলগোড়া এলাকার মালাই হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে শিবচর-পাঁচ্চর সড়ক হয়ে চালভর্তি একটি ট্রাক উপজেলার চান্দেরচর বাজারে যাচ্ছিল। পৌর এলাকার দাদাভাই তোরণের কাছে এলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে গিয়ে মিলনকে চাপা দেয়। ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ট্রাকচালক পলাতক।
কেরানীগঞ্জ: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই-বোন নিহত হয়েছে। শিশু দুটির বাবা ডালিম হোসেন গুরুতর আহত। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর মোল্লারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভাই-বোন হলো কেরানীগঞ্জের কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসার হোসেন ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতিমা আফরিন।
আজ স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ছিল। খেলা শেষে শিশুদের বাবা তাদের নিয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। তাঁদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুরের পুরাহাটি এলাকায়। পথে বেলা সাড়ে ১১টার দিকে রাজেন্দ্রপুর মোল্লারপুল এলাকায় একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান জানান, বেলা সোয়া একটার দিকে আবদুল্লাহপুর-ধলেশ্বরী সেতুর কাছে রডভর্তি ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে।
রাজবাড়ী: রাজবাড়ী শহরের শ্রীপুর পলাশ পেট্রলপাম্পের সামনে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রাজবাড়ীর গোদার বাজার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে হৃদয় (২৮) ও একই এলাকার রজব আলীর ছেলে শান্ত (৩০)।
রাজবাড়ীর ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল রাতে ওই দুই যুবক মোটরসাইকেলে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী শহরে যাচ্ছিলেন। শ্রীপুর পলাশ পেট্রলপাম্পের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালককে আটক করা সম্ভব হয়নি। নিহত হৃদয়ের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন।
ঢাকা: গতকাল রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর বিমানবন্দর সড়কে ট্রাকচাপায় প্রাণ হারান শ্যালক ও ভগ্নিপতি। বড় ভাই রুবেলের আজ বিকেলে সৌদি আরব যাওয়ার ফ্লাইট। তাঁকে বিদায় জানাতে ছোট ভাই ডালিম ও নতুন ভগ্নিপতি মোবারক এক দিন আগে গতকাল নরসিংদীর রায়পুরা থেকে ঢাকায় এসেছিলেন।
মাত্র ১৫ দিন আগে রুবেল-ডালিমের বোন শাবনূরের সঙ্গে বিয়ে হয় মোবারকের। রাতে ডালিম ও মোবারক বিমানবন্দর দেখতে বের হয়েছিলেন। রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর বিমানবন্দরের প্রবেশপথে রডবোঝাই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকের চাপায় ডালিম ও মোবারক নিহত হন।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শ্রীধান চন্দ্র রায় জানান, রডবোঝাই একটি ট্রাক বিমানবন্দর সড়ক দিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিল। বিমানবন্দর চত্বরের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীকে আটক করা হয়েছে।
আরও পড়ুন:
২০১৮ সালে ৫৫১৪ সড়ক দুর্ঘটনায় ৭২২১ জন নিহত
সড়কে মৃত্যুর মিছিল থামছে না
সড়কে মৃত্যু আর কত
কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিশু নিহত