বারবার বিস্ফোরণের কারণে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। আগুন কিছুটা নিভে আসার পর আবার কনটেইনার ডিপোর ভেতরে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ কারণে রাত ৯টা থেকে এখনো আগুন নেভাতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।
এ সম্পর্কিত আরও পড়ুনঃ
ঘনবসতিপূর্ণ এলাকায় রাসায়নিক ডিপো নিয়ে তদন্ত চান সংসদ সদস্য
বিষাক্ত ধোঁয়ায় নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ দিয়ে ঝরছে পানি
সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৩২
একটানা কাজ করতে গিয়ে পানির সংকটেও ভুগতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। এই অবস্থায় চট্টগ্রামের আশপাশের জেলা থেকেও ফায়ার সার্ভিসের গাড়ি আনা হয়। আগুন নেভাতে গিয়ে রাত ১১টার দিকে বিস্ফোরণে সমগ্র এলাকা কেঁপে ওঠে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্য আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রাতেই ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। বারবার বিস্ফোরণের কারণে আগুন নেভাতে সমস্যা হচ্ছে। আগুন ছড়িয়ে পড়ছে। তবে আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছেন। পানির পাশাপাশি কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণের জন্য যা করা দরকার, তা–ও করা হচ্ছে।’