দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন বসছে আগামীকাল রোববার। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিকেল সাড়ে ৪টায় সংসদের অধিবেশন আহ্বান করেছেন। এটিই হতে যাচ্ছে চলতি সংসদের শেষ অধিবেশন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, এই অধিবেশন হবে সংক্ষিপ্ত সময়ের জন্য। রোববার বিকেলে অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে এই অধিবেশন কত দিন চলবে, তা ঠিক করা হবে।
৩১ অক্টোবর থেকে শুরু হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা। সংবিধানে জাতীয় সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার বাধ্যবাধকতা আছে। কিন্তু নির্বাচনের আগের ৯০ দিনের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। অর্থাৎ ৩১ অক্টোবরের পর থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ আহ্বান করার বাধ্যবাধকতা নেই। সে হিসাবে আগামী অধিবেশনই হতে যাচ্ছে চলতি দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর দশম সংসদের ২২তম অধিবেশন শেষ হয়েছিল। ১০ কার্যদিবসের ওই অধিবেশনে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন, সড়ক পরিবহন আইনসহ ১৮টি বিল পাস হয়।