জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম খানকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে দ্রুত বিচারের দাবিতে প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল সোমবার রাত ৯টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশের সব ছাত্রাবাস/মেস আবাসিক হলের সামনে এ প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।
সাধারণ শিক্ষার্থীরা নিজ নিজ মেসে অবস্থান করে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদী প্রদীপ প্রজ্বালনে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলসহ আশপাশের প্রায় ৭০টি ছাত্রাবাস/মেসের সামনে প্রদীপ প্রজ্বালন করা হয়।
১ মে ভোর রাতে ময়মনসিংহ শহরের নিজ মেসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌহিদুল ইসলামকে (২৪) নির্মমভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তৌহিদুল ইসলাম ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ সেশনের মেধাবী শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া থানার রামেশ্বরপুর এলাকায়। সাহরির সময় ময়মনসিংহ সিটি করপোরেশনের তিনকোনা পুকুরপাড় এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
প্রতিবাদী প্রদীপ প্রজ্বালন কর্মসূচির দ্বারা শিক্ষার্থীরা অধিকতর তদন্তের মাধ্যমে খুনের সঙ্গে কে কে জড়িত, তা শনাক্ত করে দ্রুত বিচারের দাবি এবং সেই সঙ্গে পরবর্তী তদন্ত পিবিআইয়ের মাধ্যমে করানোর দাবি জানান।
*লেখক: শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন:
ন্যায়বিচারের অপেক্ষায় জাককানইবি