তিতাস গ্যাসের কিছু কর্মকর্তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ দুদক খতিয়ে দেখছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এদিকে তিতাসের প্রধান কার্যালয়ে আকস্মিক এক পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনা দেখে ক্ষোভ–অসন্তোষ প্রকাশ করেন তিনি।
সোমবার দুপুরের পর রাজধানীর কারওয়ান বাজারে তিতাসের প্রধান কার্যালয়ে ওই আকস্মিক পরিদর্শনে যান প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
পরিদর্শনকালে তিতাস কার্যালয়ের কয়েকটি বিভাগ ঘুরে দেখে প্রতিমন্ত্রী একজন ডিজিএমকে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা একটা অফিস মনে হয়?’ ধুলোবালি আর এখানে–সেখানে ফাইল পড়ে থাকায় ওই কর্মকর্তাকে শাসান তিনি।
এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তিতাসের প্রায় ৫ হাজার ৮০০ কোটি টাকা বকেয়া পড়ে আছে। সেটা আদায় হচ্ছে না। তিতাস সম্পর্কে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে বহু বছর ধরে। ২৬ জন কর্মকর্তার বিরুদ্ধে দুদকে তদন্ত হচ্ছে। এর আগেও আমরা বেশ কিছু কর্মকর্তাকে ছাঁটাই করেছি। দরকার হলে পুরো তিতাসকে সাজিয়ে আমরা নতুন করে এটি গঠন করব।’
তিতাসকে আরও গতিশীল করতে প্রতি সপ্তাহে আঞ্চলিক কার্যালয়ে পরিদর্শনে যাওয়ার কথাও বলেন নসরুল হামিদ।