সাতক্ষীরার তালা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে সাজ্জাত ফকির (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার প্রসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া সাজ্জাত ফকির উপজেলার প্রসাদপুর গ্রামের মোজাহার ফকিরের ছেলে।
সাজ্জাতের বাবা মোজাহার ফকির জানান, সকালে তাঁর ছেলে বাড়ির পাশের গাছে ওঠেন নারকেল পাড়তে। এ সময় তিনি গাছের পাতা কাটতে গেলে সেই পাতা পাশে থাকা বিদ্যুতের লাইনের তারের ওপর পড়ে। পাতাটি তিনি হাত দিয়ে টান দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনা স্থলেই সাজ্জাত মারা যান।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাসেল মেহেদী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।