তানভীরকে মাথায় আঘাতের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে

নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির বড় ছেলে তানভীর মুহাম্মদ ত্বকীকে মাথায় আঘাত করার পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের সময় থেকে ২৪ ঘণ্টা আগের সময়ের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে। ময়নাতদন্ত প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে বলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানিয়েছেন।ওসি মঞ্জুর কাদের জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ জহিরুল ইসলাম, শেখ ফরহাদ ও জলিল আহমেদের সমন্বয়ে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। গতকাল মঙ্গলবার কমিটি আদালতে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তানভীরের মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন পাওয়া গেছে, চোখে জখমের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ৬ মার্চ নিখোঁজ হওয়ার দুই দিন পর শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীসংলগ্ন খাল থেকে তানভীরের লাশ উদ্ধার করে পুলিশ।