সংসদ নির্বাচন

তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার বৈঠকে বসছে ইসি

নির্বাচন কমিশন ভবন
নির্বাচন কমিশন ভবন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল রোববার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার সন্ধ্যার পর ইসির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।

ইসির পূর্বপ্রস্তুতি অনুযায়ী রোববার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। সে জন্য সাপ্তাহিক ছুটির দিন থাকা সত্ত্বেও আজ বিকেল বৈঠকে বসে ইসি। বৈঠক শেষে সচিব বলেন, চলতি সপ্তাহে তফসিল ঘোষণা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি ইসির রয়েছে। সে বিষয়ে রোববার বিকেলে ইসির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

হেলালুদ্দীন জানান, ইসির আজকের সভায় অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধিমালা চূড়ান্ত করা হয়েছে। কেউ অনলাইনে মনোনয়নপত্র জমা দিলে তাকে সশরীরে রিটার্নিং কর্মকর্তার অফিসে হাজির হতে হবে না। তিনি আরও জানান, নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে ইসির বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে রোববারের বৈঠকে আবারও আলোচনা হবে।

ইসি সচিবালয়ের প্রস্তুতি অনুযায়ী ১৮ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন নির্বাচনের ভোট গ্রহণ হতে পারে।