সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছাতে হবে। এ ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমের ব্যবহার বাড়াতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তর সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় তথ্যসচিব কামরুন নাহার এ কথা বলেন।
‘সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচার কৌশল’ শীর্ষক এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার। তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।
তথ্যসচিব বলেন, দেশ এখন ডিজিটাল বাংলাদেশ। তাই মন্ত্রণালয়গুলোর জনসংযোগের কাজে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্য ডিজিটাল মাধ্যম ব্যবহারের বিকল্প নেই। এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বলেন, জনসাধারণের কাছে দ্রুত তথ্য পৌঁছাতে ‘সিটিজেন জার্নালিজম’ বিষয়ে জনসংযোগ কর্মকর্তাদের শিগগির প্রশিক্ষণ দেওয়া হবে।
সভা শেষে তথ্যসচিব কামরুন নাহারের হাতে তথ্য মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের আলোকচিত্রের একটি স্মারক অ্যালবাম তুলে দেন প্রধান তথ্য কর্মকর্তা।