ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়েছে। দায়িত্বরত পুলিশ পরিদর্শক করোনায় আক্রান্ত হওয়ায় আজ সোমবার রাতে ফাঁড়িটি লকডাউন করা হয়। একইসঙ্গে সেখানে কর্মরত সব পুলিশ সদস্যকে আইশোলেশনে পাঠানো হয়েছে।
করোনায় আক্রান্ত পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া (৫৪) ফাঁড়িটির ইনচার্জ ছিলেন। তাঁর অধীনে আট পুলিশ সদস্য ও দুজন আনসার কর্মরত ছিলেন।
বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, মাঝেমধ্যে জ্বর অনুভব করায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করা হয়। আজ সন্ধ্যায় জানতে পারেন করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এস এম শামীম প্রথম আলোকে বলেন, লকডাউন হওয়ায় ফাঁড়িতে এখন আর কোনো পুলিশ সদস্য অবস্থান করবেন না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে শাহবাগ থানা থেকে দুটি মোবাইল টিম পাঠানো হবে।