ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের চলতি বছরের প্রথম সভা বসছে মঙ্গলবার। এই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্র সংশোধনী ও আচরণবিধি চূড়ান্ত হবে।
আজ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান মঙ্গলবার সিন্ডিকেট সভার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারক পর্যায়ের একজন সিন্ডিকেট সদস্য প্রথম আলোকে বলেছেন, ‘আমাদের হাতে সময় কম। অন্য কার্যক্রমগুলোও যেহেতু আমাদের দ্রুত সময়ে সম্পাদন করতে হবে, তাই এ মাসের সিন্ডিকেট সভায় ডাকসুর গঠনতন্ত্র ও আচরণবিধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতেই হবে।’
আগামী ১১ মার্চ ডাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ডাকসু নির্বাচনের আচরণবিধির খসড়া প্রস্তুত হয়েছে৷ খসড়ার বিষয়ে ছাত্রসংগঠনগুলোকে আজ শনিবারের মধ্যে প্রক্টর কার্যালয়ে লিখিত বক্তব্য বা সুপারিশ জানাতে বলা হয়েছিল৷
ছাত্রদল ছাড়া বেশিরভাগ সংগঠনই খসড়া আচরণবিধির বিষয়ে তাঁদের বক্তব্য জানিয়েছে৷ কাল রোববার ছাত্রদল বক্তব্য জানাবে বলে সংগঠনটির নেতারা জানিয়েছেন। ক্রিয়াশীল সংগঠনের তালিকাভুক্ত না হলেও সুপারিশ জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ৷
নির্বাচন সামনে রেখে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের বৈঠক হয়েছে৷ বৈঠকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল ১৩টি ছাত্রসংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতারা অংশ নেন৷ সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি মো. আখতারুজ্জামান বলেছিলেন, ‘ছাত্রসংগঠনগুলোর দাবি–দাওয়া, গঠনতন্ত্র সংশোধনী ও আচরণবিধি- সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সিন্ডিকেট সভা।’
এর আগে গত ১০ জানুয়ারি ডাকসুর গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জনে গঠিত কমিটি ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয়৷ সভার পর ১৪ জানুয়ারি কমিটির কাছে গঠনতন্ত্রের কোথায় তাঁরা কী ধরনের পরিবর্তন চান, তা লিখিতভাবে জমা দেন কমিটির সদস্যরা৷
ডাকসু নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন, কারা পারবেন না, নির্বাচনের ভোটকেন্দ্র কোথায় হবে, ডাকসুর সভাপতি হিসেবে উপাচার্যের ক্ষমতা কমিয়ে ভারসাম্য আনা ইত্যাদি বিষয়ে ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে সুনির্দিষ্ট সুপারিশ ও প্রস্তাব দেওয়া হয়৷ তবে কমিটি গঠনতন্ত্রের এসব মৌলিক বিষয়ে হাতই দেয়নি৷ শুধু কয়েকটি নতুন পদ সৃষ্টির প্রস্তাব রেখেই গত ২০ জানুয়ারি উপাচার্যের কাছে সুপারিশ জমা দেন কমিটির সদস্যরা৷
সুপারিশ জমা দেওয়ার পর ডাকসুর গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক অধ্যাপক মিজানুর রহমান প্রথম আলোকে বলেছিলেন, গঠনতন্ত্রের মৌলিক কাঠামোতে কোনোরকম পরিবর্তন না এনে কীভাবে দ্রুত ডাকসু নির্বাচনটা করা যায়, সেই জায়গা থেকেই তাঁরা সুপারিশগুলো করেছেন ৷ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অনুমোদনের পর গঠনতন্ত্র সংশোধনী চূড়ান্ত হবে।
এর মধ্যে গত ১৭ জানুয়ারি ডাকসু নির্বাচন পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের অধ্যাপক এস এম মাহফুজুর রহমানকে প্রধান রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেন উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক মো. আখতারুজ্জামান৷ ওই দিন ১৫ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়৷ নির্বাচন পরিচালনায় প্রধান রিটার্নিং কর্মকর্তাকে সহায়তার জন্য ৫ অধ্যাপককে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় ১৯ জানুয়ারি। ওই দিন নির্বাচনের আচরণবিধি প্রণয়নে ৭ সদস্যের কমিটিও গঠন করা হয়।