ঢাকা-১৩ আসনের এক কক্ষে ইভিএম মেশিন নষ্ট

ইভিএম । ফাইল ছবি
ইভিএম ।  ফাইল ছবি

ঢাকা ১৩ আসনের বেগম নূরজাহান মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রের ৮ নম্বর কক্ষে একটি ইভিএম মেশিন সকাল থেকে চালু হয়নি। ফলে ওই কক্ষের ৭৭৯ জন ভোটারের একজনও এখন পর্যন্ত ভোট দিতে পারেননি। ওই এলাকায় ভোট দেওয়ার কথা রফিক হাউজিং সোসাইটির লোকজনের। অনেকেই ভোট দিতে এসে ফিরে যাচ্ছেন। বিষয়টি ভোটারদের জানানো হয়েছে। ওই কক্ষে দুপুর একটার পর ভোট নেওয়া শুরু হবে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার স্বপন কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, সম্ভবত সকাল আটটায় ইভিএম চালু করার পরই ভোট গ্রহণ শেষ বাটনে চাপ পড়েছে। বিষয়টি কমিশনকে জানানো হয়েছে। আশা করি, একটার মধ্যে ভোটগ্রহণ শুরু করা যাবে। যদি চারটার মধ্য সব ভোটারের ভোট শেষ না হয়, তাহলে সময় বাড়ানো হবে।