নানা অভিযোগ থাকায় ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবারের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিতে পারে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে ঠিক কী অভিযোগে এ সিদ্ধান্ত, সে বিষয়ে কেউ স্পষ্ট করে কিছু বলেননি।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান আজ দুপুরে প্রথম আলোকে জানান, ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে ঠিক কী কারণে এ সিদ্ধান্ত, তা নিয়ে কিছু বলতে চাননি ছাত্রলীগের সভাপতি।
ছাত্রলীগের দেখভালের দায়িত্বপ্রাপ্ত একজন আওয়ামী লীগ নেতা জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনাতেই ইব্রাহিম হোসেনকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর এক যৌথসভা শেষে দায়িত্বশীল নেতাদের এ নির্দেশনার কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে বিষয়টি অবহিত করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতির পদে নির্ধারিত বয়সের বাধ্যবাধকতা আছে। কিন্তু ইব্রাহিমের বয়স বেশি থাকায় তিনি প্রকৃত পরিচয়পত্র জমা না দিয়ে ‘ভুয়া’ পরিচয়পত্র জমা দিয়েছিলেন।
এ ছাড়া একাধিক হামলা-মারধরের ঘটনায় অভিযুক্ত ইব্রাহিম হোসেন। সবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ইউরোপে জলবায়ু সম্মেলনে গিয়েছিলেন ইব্রাহিম। সম্মেলন থেকে ফেরার দিন তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ কারণে সেদিন এসএসসি পরীক্ষার্থীদের হলে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হয়।