রাজধানীর কাকরাইলে পিকআপ ভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে তাঁর শিশুসন্তান।
আজ রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটে। মা-ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পথচারীরা। সেখানে মাকে মৃত ঘোষণা করা হয়। ছেলে চিকিৎসাধীন।
নিহত নারীর নাম মাসুদা বেগম (৩৫)। তাঁর আহত ছেলের নাম জিসান ইসলাম (৯)।
মাসুদা তাঁর ছেলেকে নিয়ে রিকশায় করে বাসায় ফিরছিলেন বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মাসুদা বেগম ঘটনাস্থলেই নিহত হন। তাঁর ছেলে আহত হলেও শঙ্কামুক্ত।
মাসুদার স্বামী মোফাজ্জল হাওলাদার বলেন, তাঁর স্ত্রী ও ছেলে গ্রামের বাড়ি বরিশালের মুলাদী গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে ঢাকায় তারা দুর্ঘটনার শিকার হয়। তারা সদরঘাট থেকে রিকশায় করে মগবাজারের মধুবাগ ফিরছিল।
মোফাজ্জল-মাসুদা দম্পতির দুই ছেলে। আহত জিসান ছোট। সে পঞ্চম শ্রেণির ছাত্র।
ময়নাতদন্তের জন্য মাসুদার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।