সারা দেশে সরকারি হাসপাতালে এখন ১১ হাজার ৩৬৪টি চিকিৎসকের পদ শূন্য আছে। সবচেয়ে বেশি পদ ফাঁকা ঢাকায়, ৩ হাজার ১৮৫টি। আজ সোমবার জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সরকারি দলের সাংসদ মামুনুর রশীদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
প্রশ্নোত্তর পর্বে বিএনপির সাংসদ জি এম সিরাজের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের মতো বাংলাদেশ কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। দেশে করোনাভাইরাস সংক্রমণের হার কম হওয়ায় মানুষ কোভিড-১৯ পরীক্ষা করতে চাইছে না।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকাসহ সারা দেশে অনুমোদনহীন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের কাজ চলমান। প্রয়োজনীয় তথ্য পাওয়া সাপেক্ষে অনুমোদনবিহীন প্রতিষ্ঠানগুলোর বিষয়ে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সরকারি দলের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশীয় চাহিদার প্রায় ৯৮ শতাংশ ওষুধ স্থানীয়ভাবে উৎপাদিত হয়। ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের ১৪৮টি দেশে ওষুধ রপ্তানি হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জিএমপি গাইডলাইন অনুসরণ করে দেশে আন্তর্জাতিক মানের ভেষজ ওষুধ উৎপাদিত হচ্ছে এবং নয়টি দেশে রপ্তানি হচ্ছে।