রাজধানীর কাকরাইলে ট্রাকের ধাক্কায় র্যাবের এক সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত র্যাব সদস্যের নাম হাসান মাহমুদ (৩০)। তিনি র্যাব সদর দপ্তরে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। র্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) মিজানুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, হাসান মাহমুদ গতকাল রাতে মোটরসাইকেলে করে কাকরাইলের দিকে যাচ্ছিলেন। কাকরাইল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে হাসান মাহমুদ গুরুতর আহত হন। আহত হাসান মাহমুদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হাসান মাহমুদের লাশ কলেজের মর্গে রাখা হয়েছে।