রাজধানী ঢাকার অদূরে সাভারের আমিনবাজার এলাকায় যাত্রীবাহী একটি ট্যাক্সি ক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত সাভার ফায়ার স্টেশনের লিডার মোহাম্মদ শাহজাহান রাত ৯টার দিকে প্রথম আলোকে বলেন, ঢাকামুখী একটি ট্যাক্সি ক্যাব আমিনবাজার সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। ট্যাক্সি ক্যাবে কত জন যাত্রী ছিলেন তা এখনো জানা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্যাক্সি ক্যাবটি নদীতে পড়ার আগে দ্রুত গতিতে চলছিল।
শাহজাহান আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। নদীতে বেশ স্রোত রয়েছে। নদীতে পড়ার পর ট্যাক্সি ক্যাবটির অবস্থান তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাভার থানার পরিদর্শক সাইফুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, প্রত্যক্ষদর্শীরা বলছেন নদীতে যাত্রীবাহী হলুদ রঙের একটি ট্যাক্সিক্যাব পড়ে গেছে। ট্যাক্সি ক্যাবে কত জন যাত্রী ছিলেন তা জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন আছে। ডুবুরি দল আসার পর উদ্ধার অভিযান শুরু হবে।