ড্রাগন ফলের চাষ

>সবুজ পাহাড়ে বাণিজ্যিক ভিত্তিতে ড্রাগন ফলের চাষ হচ্ছে। গাছে ফল এসেছে। বাগান থেকে ড্রাগন ফল বিক্রি করতে ফল সংগ্রহ করছেন হ্লাশিং মং চৌধুরী। প্রতি কেজি ৫০০ টাকায় বিক্রি হয়। গড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রামে এ ফল রপ্তানি করা হয়। খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার ধুমনিঘাট এলাকা থেকে তোলা কিছু ছবি।
গাছে ড্রাগন ফলের ফুল ফুটেছে
গাছে ড্রাগন ফলের ফুল ফুটেছে
ড্রাগনগাছে কাঁচা–পাকা ফল
গাছে ফলের সারি
একটি পাকা ফল
পাকা ফলের ফোকরে প্রজাপতি
দুই ডালে তিন পাকা ফল
ফল সংগ্রহ করছেন বাগানমালিক হ্লাশিং মং চৌধুরী
ঝুড়ি ভরা পাকা ফল নিয়ে যাচ্ছেন বাগানের শ্রমিক