নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া জেএনসি ইনস্টিটিউশনের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ৩১ অক্টোবর পর্যন্ত নিবন্ধন (ফি ৩০০ টাকা) করা যাবে। এ বিষয়ে যোগাযোগ: স্কুলের প্রধান শিক্ষক এজাহারুল ইসলাম (০১৭২১৭২৪৮৮৮) এবং ঢাকায় শিশির কর (০১৭১২৫৭৯৬৯৬) ও কাজী আলম (০১৭১৭৬০০৫৪৮)। বিজ্ঞপ্তি