রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ২০ ফেব্রুয়ারি রাতের অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো অনেকে নিখোঁজ। আগুনে বিকৃত হয়ে যাওয়ায় অনেকের লাশ শনাক্ত করা যায়নি। সেসব ব্যক্তিদের শনাক্ত করতে স্বজনের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। ডিএনএ নমুনার প্রয়োজনীয় উপকরণ দিতে নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা আজ রোববার ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে ভিড় জমান।
চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ অটোরিকশাচালক মো. ইব্রাহিমের মেয়ে নাসিমা আক্তার (১০) মা ও চাচার সঙ্গে এসেছে ডিএনএ নমুনা দিতে।চকবাজারে অগ্নিকাণ্ডে নিখোঁজ অটোরিকশাচালক মো. ইব্রাহিমের ১০ বছর বয়সী মেয়ে নাসিমা আক্তারের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।মা ও চাচার সঙ্গে ডিএনএ নমুনা দিতে গেছে ১০ বছর বয়সী নাসিমা আক্তার।রক্ত সংগ্রহের সময় ভয়ে নাসিমার কান্না।হাসান আলীর ছেলে রিকশাচালক শাহাবুদ্দীন চকবাজার অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ। কামরাঙ্গীরচর এলাকায় তাঁর রিকশার গ্যারেজের লোকজন বলেছেন, শাহাবুদ্দীন চকবাজার এলাকায় রিকশা চালান নিয়মিত। সেই আগুনে ছেলে পুড়ে গেছে কিনা, সেই আশঙ্কা থেকে হাসান আলী তার স্বজনদের নিয়ে গেছেন ডিএনএ নমুনা দিতে।