ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ঢাবির টিএসসিতে সম্প্রতি দ্রুতগতির ইন্টারনেট (ওয়াইফাই) চালু করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এখন থেকে উচ্চগতির DUCSU_aamra WiFi/WE WiFi সেবা গ্রহণ করতে পারবেন।
টিএসসি সম্মুখভাগে তিনটি এবং টিএসসি ক্যাফেটেরিয়ায় একটি উন্নত প্রযুক্তির হটস্পট দিয়ে নিরবচ্ছিন্ন এ ওয়াইফাই সেবা প্রদান করা হচ্ছে।
ডাকসুর পক্ষ থেকে বলা হয়েছে, কানেক্ট করার পর নাম, মোবাইল নম্বর ইনসার্ট করলে মোবাইলে পিন নম্বরসহ একটি মেসেজ আসবে। সেটা দিয়ে খুব সহজে ওয়াইফাই সেবা গ্রহণ করা যাবে। আলাদা কোনো পাসওয়ার্ডের দরকার হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে ‘আমরা নেটওয়ার্কস লিমিটেড’ টিএসসিতে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে।