ব্রাহ্মণবাড়িয়ায় দুটি ট্রেনের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁরা পৃথক শোক বার্তায় হতাহত লোকজনের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন।
শোক বার্তায় রাষ্ট্রপতি নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহত লোকজনের আত্মার শান্তি কামনা করেন। তিনি স্থানীয় জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দুর্ঘটনার শিকার ব্যক্তিদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
পৃথক শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী দুর্ঘটনার শিকার ব্যক্তিদের সব ধরনের সহায়তা দিতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন।
গতকাল সোমবার দিবাগত রাত ২ টা ৪৮ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা ও সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন দুটির মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন:
কসবায় দুটি ট্রেনের সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত
ট্রেন দুর্ঘটনায় ৩টি তদন্ত কমিটি গঠন
‘তূর্ণা নিশীথা সিগন্যাল অমান্য করে’