একনজরে

টানা নয় বছর

এসএসসি পরীক্ষার ফলাফলে বরগুনা জেলায় প্রথম স্থান অর্জন করেছে পাথরঘাটা উপজেলার তাসলিমা মেমোরিয়াল একাডেমি৷ এ নিয়ে এসএসসিতে টানা নয় বছর জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে বিদ্যালয়টি৷ একই সঙ্গে তাসলিমা মেমোরিয়াল একাডেমি বরিশাল বোর্ডে এ বছর সপ্তম স্থান অর্জন করেছে৷ এ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসিতে ৬০ জন পরীক্ষা দিয়েছে৷ জিপিএ-৫ পেয়েছে ৩০ জন৷ পাসের হার শতভাগ৷ পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি