আম নিয়ে প্রথম আলো অনলাইনে আয়োজিত কুইজে জয়ী হয়েছেন ২০ জন পাঠক। বিজয়ীরা সুপারশপ স্বপ্নের পক্ষ থেকে একটি করে আমের ঝুড়ি পাবেন।
প্রথম আলো অনলাইনে আম নিয়ে স্বপ্ন নিবেদিত সাত দিনের বিশেষ আয়োজনে একটি দিক ছিল এই কুইজ। এতে মোট ১০টি প্রশ্ন ছিল। অংশ নেন ৮৬৩ জন। তবে সব কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন ৬১ জন। যাঁরা সবচেয়ে কম সময়ে সব কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, তাঁদের ২০ জনকে উপহারের জন্য নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত ব্যক্তিরা হলেন শরিফুল ইসলাম, অনুপ বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস, নার্গিস সুলতানা, ওয়াসিক তাহমিদ, নাসিম কবির, রাবেয়া সিদ্দিক, নওরীন ইসলাম, কাজী শাহাদাত, মো. তৌমুর রহমান, আরিয়ান, সীমা ভট্টাচার্য, আবদুল জব্বার, জান্নাতুল কাওসার, জান্নাতুল নায়িম, দ্বীন মোহাম্মদ, সাজেদা আক্তার, সাইফ মোহাম্মদ, ওসমান গণি ও হামিদ হোসেন আজাদ।
কুইজে যে ১০টি প্রশ্ন ছিল সেগুলো পাঠকের জন্য উত্তরসহ তুলে ধরা হলো—
১. দেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোন জাতের আম?
উত্তর: আম্রপালি
২. রাজশাহী অঞ্চলে এ বছর উন্নত জাতের আম পাড়া শুরু হয় কোন তারিখ থেকে?
উত্তর: ২০ মে
৩. আমের আদি উৎস কোন মহাদেশ?
উত্তর: এশিয়া
৪. আমগাছকে জাতীয় বৃক্ষ ঘোষণা করা হয় কত সালে?
উত্তর: ২০১০
৫. কোন দিবসের সঙ্গে জড়িয়ে আছে আমবাগান?
উত্তর: মুজিবনগর দিবস।
৬. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে দেশে গত অর্থবছরে কত টন আম উৎপাদিত হয়েছে?
উত্তর: ১২ লাখ টন
৭. বাংলাদেশে কত জাতের আম আছে?
উত্তর: ৮০০+
৮. আমে কোন কোন ভিটামিন বেশি পাওয়া যায়?
উত্তর: এ, সি এবং ই
৯. পরিসংখ্যান ব্যুরোর হিসাবে আমের চেয়ে বেশি উৎপাদিত হয় কোন ফল?
উত্তর: কোনোটি নয় (উল্লেখ্য, সবচেয়ে বেশি হয় আম। এই প্রশ্নে প্রথম তিনটি উত্তর ছিল কলা, কাঁঠাল ও পেয়ারা)।
১০. মুঘল সম্রাট আকবর এক লাখ আমগাছের একটি বাগান করেছিলেন। কোথায়?
উত্তর: ভারতের বিহারে।