জয়পুরহাটে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা এক শ ছাড়িয়েছে। আজ সোমবার নতুন আরও ২৮ জনেরর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৫।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ২৮ জনের মধ্যে আক্কেলপুর উপজেলায় ১০ জন, ক্ষেতলালে ৯ জন, জয়পুরহাট সদর উপজেলায় ৬ জন, পাঁচবিবিতে ২ জন ও কালাইয়ে ১ জন রয়েছেন।
জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা প্রথম আলোকে বলেন, জয়পুরহাটে করোনা আক্রান্তের সংখ্যা এক শ ছাড়িয়েছে। গত এক সপ্তাহে আইসোলেশন থেকে ৩৪ জন রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন (এনআইএম) ল্যাব থেকে ৫৫৩ নমুনা পরীক্ষার ফল আজ এসেছে। এর মধ্যে ২৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের জেলা স্বাস্থ্য বিভাগের প্রাতিষ্ঠানিক আইসোলেশন গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে নেওয়ার কাজ চলছে।