বাংলাদেশে পত্রিকা অনেক। তার মধ্যে প্রথম আলোকে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়ি। কারণ, এখানে রাজনৈতিকসহ বিভিন্ন প্রতিবেদন সবচেয়ে বিস্তৃতভাবে উপস্থাপন করা হয়। তা ছাড়া থাকে বিভিন্ন বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন এবং ইস্যুগুলোর নিয়মিত ফলোআপ। তুলনামূলকভাবে অন্য পত্রিকাগুলোর চেয়ে প্রথম আলোতেই রাজনৈতিক বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন সবচেয়ে বেশি প্রকাশিত হয়। এসব তথ্য আমার গবেষণায় ও লেখায় ব্যবহার করতে পারি।
কোনো অনুষ্ঠান বা সেমিনার নিয়ে যখন কোনো প্রতিবেদন হয়, তখন তা অনেক সংক্ষেপে লিখতে হয়। আমার পর্যবেক্ষণ হচ্ছে, কাজটি প্রথম আলো সবচেয়ে সুন্দরভাবে করে। তারা একেবারে মূল বিষয়টি তুলে ধরতে পারে।
দেশের সবচেয়ে ভালো উপসম্পাদকীয় রচনা পাই প্রথম আলোতে। সেখানে সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক সব ইস্যুতেই বিশিষ্ট লেখকদের বিশ্লেষণ ও মতামত পাই। প্রথম আলো একই সঙ্গে একটি পূর্ণাঙ্গ ও সিরিয়াস পত্রিকা। সব ধরনের পাঠকের চাহিদা পূরণ করার চেষ্টা রয়েছে প্রথম আলোর। আমরা দেখি প্রতিদিন বিভিন্ন বিষয়ভিত্তিক পাতার মাধ্যমে সব ধরনের পাঠককে আকর্ষণের সুচিন্তিত উদ্যোগ রয়েছে। সময়ের সঙ্গে এবং নতুন প্রজন্মের রুচির সঙ্গে মিলিয়ে পত্রিকাটি প্রকাশিত হয়। বহুল কাটতি ও একই সঙ্গে মান ধরে রাখার কাজটি কঠিন। প্রথম আলো এই দুয়ের মধ্যে সমন্বয় করে যাচ্ছে। সব মিলিয়ে বিশ্বের বাংলাভাষী পাঠককে যুক্ত করে ফেলেছে প্রথম আলো।
ছাপা পত্রিকা পড়া আমার অভ্যাস। সকালে নাশতার টেবিলে খাবার ও চায়ের সঙ্গে ছাপা প্রথম আলো আমার কাছে অপরিহার্য একটি উপাদান। সকালে উঠে পত্রিকাটি না পেলে মনে হয় কী যেন অপূর্ণ থেকে গেল। আসলে আমাদের জীবনযাপনের সঙ্গে জড়িয়ে আছে ছাপা পত্রিকা। প্রথম আলোর ছাপা পত্রিকার পাঠকসংখ্যা ৫০ লাখ শুনে ভালো লাগল। আমিও এই পাঠকদের একজন।
রওনক জাহান: রাষ্ট্রবিজ্ঞানী এবং সিপিডির সম্মানিত ফেলো