মানবতাবিরোধী অপরাধ

জামায়াতের সাবেক সাংসদ খালেকসহ ২ জনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত ইসলামীর সাবেক সাংসদ মো. আবদুল খালেক ওরফে খালেক মণ্ডল ও খান রোকনুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

এর আগে উভয় পক্ষের শুনানি শেষে গত নভেম্বরে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। পরে গত মঙ্গলবার আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) রায়ের জন্য দিন ধার্য করেন। রায় ঘোষণা উপলক্ষে সাবেক সাংসদ মো. আবদুল খালেক ওরফে খালেক মণ্ডলকে ট্রাইব্যুনালে আনা হয়।

এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা। খালেক মণ্ডলের পক্ষে ছিলেন আইনজীবী মুজাহিদুল ইসলাম। আর রোকনুজ্জামানের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এম এইচ তামিম।

রাষ্ট্রপক্ষ জানায়, ২০১৮ সালের ৫ মার্চ খালেক মণ্ডলসহ সাতক্ষীরার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এর মধ্যে সাতক্ষীরার এম আবদুল্লাহ-আল-বাকী ওরফে আবদুল্লাহেল বাকী ও জহিরুল ইসলাম ওরফে টিক্কা খান মামলা চলাকালে মারা যান। রোকনুজ্জামান পলাতক।

রাষ্ট্রপক্ষ জানায়, আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ রয়েছে।

আইনজীবী মুজাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনজনকে হত্যা ও দুই নারীকে ধর্ষণের অভিযোগ—এই তিন অভিযোগে খালেক মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

মুজাহিদুল ইসলাম আরও বলেন, রোকনুজ্জামানকে চার অভিযোগের মধ্য তিনটিতে মৃত্যুদণ্ড, অন্য একটি অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।