>পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে কেনাকাটায় অনেক নারীর পছন্দের তালিকায় রয়েছে জামদানি শাড়ি। তাই ঈদের আগে ক্রেতার ব্যাপক চাহিদার কথা ভেবে ব্যস্ত সময় কাটাচ্ছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানিপল্লির কারিগরেরা। মনকাড়া বাহারি নকশার এসব শাড়ি বাংলাদেশ ছাড়াও ভারত, নেপালসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে বিপুল চাহিদা রয়েছে।
শত বছর আগ থেকেই রূপগঞ্জ, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে জামদানি শাড়ি তৈরি হয়ে আসছে। এ অঞ্চলে জামদানি তৈরির কয়েক হাজার তাঁতের সঙ্গে প্রায় তিন হাজার নারী ও পুরুষ কারিগর জড়িত। এখানে তুলে ধরা হলো তাঁদের সেই ব্যস্ততার চিত্র।