জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আজ সোমবার বিকেলে র্যাব সদর দপ্তরে হটলাইন চালু করা হয়েছে। এই হটলাইনের মাধ্যমে পলাতক জঙ্গিরা র্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের প্রথমে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে। এরপর তাদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দেওয়া হবে।
এ ব্যাপারে হটলাইনের ই–মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। ই–মেইল আইডি: rabintdir@gmail. com
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ আজ সোমবার প্রথম আলোকে বলেন, ‘যাঁরা জঙ্গিবাদকে গ্রহণ করে বিপথে চলে গেছেন, তাঁদের স্বাভাবিক সুস্থ ধারায় ফেরানোর চেষ্টা চলছে। যদি কেউ পরিচয় গোপন করে প্রাথমিকভাবে যোগাযোগ করতে চান, আমরা তাঁদের আইনি সর্বাত্মক সহযোগিতা করব সমাজে পুনর্বাসিত হতে।’
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘যদি কারও বিরুদ্ধে ফৌজদারি অপরাধ থাকে, তাদের বিষয়টিকে মীমাংসা করতে আইনি পরামর্শ দেব। ফৌজদারি বিষয়টিকে দেশের প্রচলিত আইন বা বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী সুরাহা করতে হবে। এরপর আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে। আশা করি, ই–মেইলে সাড়া পাওয়া যাবে।’