দেশে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় গত ছয় মাসে মারা গেছেন ৩৩৩ জন। গত বছর একই সময় মারা গিয়েছিলেন ৩০৬ জন। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের তথ্য পর্যালোচনা করে আজ বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে বেসরকারি সংস্থা সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি (এসআরএস)।
এসআরএস বলছে, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় সব থেকে বেশি মারা গেছেন পরিবহন খাতের শ্রমিক (১৩৮ জন)। এ ছাড়া সেবামূলক প্রতিষ্ঠান ওয়ার্কশপ, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠানে মারা গেছেন আরও ১০০ জন। নির্মাণ খাতে মারা গেছেন ৪৮ জন, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে মারা গেছেন ২৬ জন। কৃষি খাতে মারা গেছেন ২১ জন।
এসআরএসের নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা বলেন, কর্মক্ষেত্রে মৃত্যু কমাতে হলে পরিবহন খাতে আরও নজরদারি বাড়াতে হবে। বেপোরোয়া যান চলাচল ও অদক্ষ চালক পরিবহন দুর্ঘটনার অন্যতম কারণ। কর্মক্ষেত্রে দুর্ঘটনা কমানোর জন্য সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ দরকার বলে মনে করে এসআরএস।