চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলার এক আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁর নাম সাইফুল ইসলাম ওরফে রনি (৩৫)। তিনি পটিয়া পৌরসভার দক্ষিণ ঘাটার মৃত সফিউল আলমের ছেলে। আজ মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে পটিয়া আদালত চত্বরে গণপিটুনি দেওয়ার ঘটনাটি ঘটে।
গণপিটুনির শিকার সাইফুল ইসলাম যুবলীগের কর্মী হিসেবে এলাকায় পরিচিত। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গত ৪ আগস্ট পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় এনামুর রশীদ নামের এক ব্যক্তির করা মামলার এজাহারভুক্ত আসামি সাইফুল।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে জামিন নিতে আদালতে যান সাইফুল ইসলাম। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় কিছু ব্যক্তি আদালত চত্বরে উপস্থিত হন। একপর্যায়ে আদালতের বাইরে সাইফুলকে পেয়ে পিটুনি শুরু করেন তাঁরা। গণপিটুনির পর তাঁকে পটিয়া থানায় সোপর্দ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়ামিন সুমন প্রথম আলোকে বলেন, সাইফুল ইসলামকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ওই মামলায় আদালতে আজ ১৫ থেকে ১৬ আসামির জামিন আবেদনের কথা ছিল। তবে সাইফুলকে মারধরের পর জামিন আবেদন করা হয়নি।