রাজধানী ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ভবনগুলোর স্থাপত্যশৈলী নিয়ে প্রদর্শনী চলছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যকলা বিভাগের শিক্ষক নন্দিনী আউয়াল এবং তাঁর সঙ্গে একই বিভাগের দুই সহকর্মী মেহনাজ তাবাসসুম ও তাসনুভা সারওয়াত হাফিজের এই যৌথ প্রযোজনার নাম ‘আর্কিটেকচার ইন ময়মনসিং’। ১১ নভেম্বর থেকে শুরু এই প্রদর্শনী শেষ হচ্ছে আজ রোববার। ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের ১৫টি ভবনের ওপর কাজ করেছেন তাঁরা। এই ১৫টি ভবনের ছবি এঁকেছেন নন্দিনী আউয়াল। প্রদর্শনীস্থল ঘুরে ছবি তুলেছেন শেখ সাবিহা আলম।