ছবিতে ভোটের আয়োজন

>রাত শেষ হলেই নির্বাচন। আগামীকাল রোববার সকাল আটটা থেকে একাদশ জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে। নির্বাচনে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপালন করবেন পুলিশ ও আনসার সদস্যরা। নির্বাচনী সরঞ্জামগুলো এর মধ্যেই বিভিন্ন কেন্দ্রে নেওয়া শুরু হয়েছে। ছবিতে ভোটের আয়োজনের একঝলক।
ভোটকেন্দ্রে দায়িত্বপালনের জন্য নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যরা জড়ো হয়েছেন। উপজেলা পরিষদ চত্বর, কুষ্টিয়া, ২৯ ডিসেম্বর। ছবি: তৌহিদী হাসান
ভোটকেন্দ্রে দায়িত্বপালনের জন্য নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যরা জড়ো হয়েছেন। উপজেলা পরিষদ চত্বর, কুষ্টিয়া, ২৯ ডিসেম্বর। ছবি: তৌহিদী হাসান
ইভিএমের সরঞ্জাম নেওয়া হচ্ছে। সেন্ট্রাল উইমেনস কলেজ, টিকাটুলি, ঢাকা, ২৯ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
বিভিন্ন রাস্তায় র‌্যাবের তল্লাশি। মৎস্য ভবন, ঢাকা, ২৯ ডিসেম্বর। ছবি: সাজিদ হোসেন
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী নিয়ে আসছেন কর্মকর্তারা। কাকরাইল, ঢাকা, ২৯ ডিসেম্বর। ছবি: আশরাফুল আলম
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম গোছানোর কাজ চলছে। কাকরাইল, ঢাকা, ২৯ ডিসেম্বর। ছবি: আশরাফুল আলম
বিভিন্ন ভোট কেন্দ্রে নেওয়া হবে এসব ব্যালট বাক্স। রাখা হয়েছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে। কাকরাইল, ঢাকা, ২৯ ডিসেম্বর। ছবি: আশরাফুল আলম
বিভিন্ন কেন্দ্রে ভোটের সরঞ্জাম নেওয়া হচ্ছে। কাকরাইল, ঢাকা, ২৯ ডিসেম্বর। ছবি: আশরাফুল আলম
ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে ভোটের সরঞ্জাম। গাড়িতে নিয়ে যাওয়ার সময় সেলফি তুলছেন আনসারের এক সদস্য। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এলাকা, সিলেট,২৯ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
সেনা কর্মকর্তা ও সদস্যরা নদীপথে নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন। ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বপালন করবেন তাঁরা। চেয়ারম্যান বাসভবন ঘাট, রাঙামাটি, ২৯ ডিসেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে ভোটের সরঞ্জাম। উপজেলা পরিষদ,মেহেরপুর,২৯ ডিসেম্বর।ছবি: আবু সাঈদ