ছবিতে পদ্মা সেতুর নির্মাণকাজ

পদ্মা সেতু এখন আর স্বপ্ন না, বাস্তব। প্রতিদিনই একটু একটু করে কাজ এগোচ্ছে। এই সেতু নির্মাণে শুরু থেকেই নানা বাধা–বিপত্তি এসেছে। এ কারণে সেতু নির্মাণ পিছিয়েছে। সর্বশেষ যুক্ত হয়েছে করোরাভাইরাস। করোনার কারণে সেতু নির্মাণের কাজ কিছুটা পেছাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর মধ্যেই কাল মঙ্গলবার বসছে সেতুর ২৬তম স্প্যান।
নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা পদ্মাসেতুর ওপর ব্যাটারিচালিত অটোরিকশায় যাতায়াত করছেন।
নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা পদ্মাসেতুর ওপর ব্যাটারিচালিত অটোরিকশায় যাতায়াত করছেন।
মূল নদীর ওপর সেতুর কাজ চলছে।
সেতুর এই অংশে চলবে ট্রেন।
জাজিরা প্রান্তে এই অংশ দিয়ে যানবাহন উঠবে পদ্মা সেতুতে।
মাওয়ায় কনস্ট্রাকশন ইয়ার্ডে স্প্যান সংযোজনের কাজ চলছে।
মাওয়ায় পদ্মা সেতুর এই অংশ দিয়ে যানবাহন নেমে যাবে। চলছে সে কাজ।
তৈরি হওয়া পিয়ার।
সেতুর উপরিভাগে রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ চলছে।