ছবিতে দুর্ঘটনাকবলিত বিমান

>বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বুধবার সন্ধ্যায় মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে। ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। এর আগে বেলা ৩টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি ঢাকা থেকে ইয়াঙ্গুনের উদ্দেশে উড্ডয়ন করে। উড়োজাহাজটিতে এক শিশুসহ ২৯ জন যাত্রী, দুই পাইলট ও দুজন কেবিন ক্রু ছিলেন। এএফপি ও রয়টার্সের ছবি:
অবতরণের সময় বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট ড্যাশ-৮। ছবি: এএফপি
অবতরণের সময় বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট ড্যাশ-৮। ছবি: এএফপি
বৈরী আবহাওয়ার কবলে পড়ে ছিটকে যাওয়ায় বিমানটির একাংশ দুমড়েমুচড়ে যায়। ছবি: এএফপি
দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটির পাখা বিধ্বস্ত হয়েছে। ছবি: এএফপি
রানওয়েতে বিধ্বস্ত উড়োজাহাজ। ছবি: এএফপি
আহত যাত্রী ও ক্রুদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। ছবি: এএফপি
আহত যাত্রীদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। ছবি: এএফপি